দ্য রিপোর্ট প্রতিবেদক: স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অবস্থিত লিস্টিং হলরুমে এ বরাদ্দ দেওয়া হয়। ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইনচার্জ) এজিএম সাত্বিক আহমেদ শাহ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি তানিয়া বেগম, এশিয়া ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, নির্বাহী পরিচালক মাকসুদ আহমেদসহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স সিনিয়র ম্যানেজার স্নেহাশীষ চক্রবর্তী প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ৯৫ কোটি টাকার বিপরীতে ৩৯৪ কোটি ৭১ লাখ ৪ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৪.১৬ গুণ বেশি।

ফলে, প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ৮৬টি শেয়ার এবং অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ১৪৩টি শেয়ার বরাদ্দ পেয়েছেন।