এখনও শিরোপা জেতাই লক্ষ্য জাভির
দ্য রিপোর্ট ডেস্ক: খুব বেশি ভালো অবস্থানে নেই বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৮।
দুইয়ে থাকা জিরোনার সঙ্গে ব্যবধান ২ পয়েন্টের। তারপরও হাল ছাড়ছেন না কোচ জাভিহের্নান্দেস। শিরোপা জেতাই লক্ষ্য তাদের।
আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫মিনিটে গেতাফের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের দুইয়ে সাময়িকভাবে আসতে পারবে বার্সা। তবে গাণিতিকভাবে সম্ভাবনা শেষ হওয়ার আগে শিরোপা জেতার আশা ছাড়ছেন না বার্সা কোচ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে আমাদের সম্ভাবনা থাকবে, আমরা লড়াই করব। আমরা ব্যর্থ হতে পারি না, বিশেষ করে নিজেদের মাঠে। লিগ নিয়ে এখনই আমরা হাল ছাড়ছি না। যদিও জানি কাজটা এখন কঠিন, আমরা তবু চেষ্টা করে যাব। ’
২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে বার্সেলোনা। আজ ঘরের মাঠে গেতাফেকে হারাতে পারলে জিরোনার ৫৬ পয়েন্ট আপাতত টপকে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। সোমবার রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচে আবার ওপরে উঠে যাওয়ার সুযোগ থাকবে জিরোনার। তবে শীর্ষে থাকা রিয়াল আপাতত সবার ধরাছোঁয়ার বাইরে। ৬২ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের।