দ্য রিপোর্ট প্রতিবেদক:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই শিক্ষার্থী দেশের ৬৪ জেলা সাইকেল চড়ে ভ্রমণ শেষ করেছেন। ২ জানুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাদের ভ্রমণ যাত্রা শুরু করেন এবং ৫ মার্চ কক্সবাজার জেলা ভ্রমণের মধ্য দিয়ে তাদের ৬৪ জেলা পরিভ্রমণ সম্পন্ন করেছেন।

 

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ি এ প্রতিপাদ্যকে ধারণ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে ৬৪ জেলায় ভ্রমণ শেষ করা এ দুই শিক্ষার্থী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস এর সভাপতি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ রাইসুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টসের সহ-সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কৌশিক তরফদার।

জানা গেছে, মোঃ রাইসুল ইসলাম খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের মরহুম রবিউল ইসলাম সরদারের ছেলে এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চাঁনপুর গ্রামের মোঃ মাহমুদ কামাল তরফদার ছেলে কৌশিক তরফদার। ভ্রমণ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে মোঃ রাইসুল ইসলাম বলেন, দেশটা ঘুরে দেখবার ইচ্ছা ছিল। প্রত্যেক জেলার মানুষের সংস্কৃতি, জীবন যাপন, খাওয়া দাওয়া দর্শনীয় স্থানগুলো নিজ চোখে দেখার ইচ্ছা থেকে এই ভ্রমণ। নানান ধরনের প্রতিকুলতা ছিল। রাতের থাকার জায়গা ম্যানেজ করাতে আমাদের প্রতিকুলতা ফেস করা লেগেছে। যদিও জেলা এবং উপজেলা প্রশাসন কর্তৃক আমাদের থাকার জায়গার ব্যবস্থা হতো। এটা একটি অসাধারণ অনুভূতি। এটা দারুণ একটা সৌভাগ্য। বাংলাদেশের প্রতিটা জেলা নিজ চোখে দেখতে পারা অন্যরকম শান্তি। অনেক কিছু শিখেছি এই ৬৪ দিনে ৬৪ জেলা যেটা আমার পরবর্তী জীবনে কাজে লাগবে।

এ বিষয়ে কৌশিক তরফদার বলেন, এটা এক অন্যরকম অনুভূতি। আমাদের এ পথ পাড়ি দিতে নানা অভিজ্ঞতা মধ্যে দিয়ে যেতে হয়েছে। অবিশ্বাস্য লেগেছিল যখন আমরা রাইড শেষ করি। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।