‘লতা মুঙ্গেশকরের ভারত রত্ন কেড়ে নেয়া উচিত’
দিরিপোর্ট ডেস্ক : নরেন্দ্র মোদিকে সমর্থন দেওয়ায় কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মুঙ্গেশকরের ভারত রত্ম পুরস্কার কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মুম্বাইয়ের কংগ্রেস প্রধান জনার্দন চান্দুরকর।
তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী মোদিকে সমর্থন দেওয়ার কারণে লতা মুঙ্গেশকরের ভারত রত্ম কেড়ে নেয়া উচিত। এছাড়া মোদিকে সমর্থন জানানো পদ্ম পুরস্কার প্রাপ্তদের পুরস্কারও কেড়ে নেওয়া উচিত।’
তবে তিনি পদ্ম পুরস্কারপ্রাপ্ত কারো নাম বলেননি।
কিছুদিন আগে লতার বাবা দীননাথ মুঙ্গেশকরের নামে পুনেতে নির্মিত হাসপাতালের ছয়শ’ শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানেই মোদিকে সমর্থন জানান লতা।
৮৪ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী ২০০১ সালে দেশটির সবোচ্চ বেসামরিক সম্মননা ভারত রত্ম পুরুস্কার পান।
এদিকে, বিজেপি জনার্দনের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রের বিজেপির প্রেসিডেন্ট দেবেন্দ্র ফাদনাভিস এনডিটিভিকে বলেন, ‘সোনিয়া গান্ধি ও রাজিব গান্ধি কি এই দাবি সমর্থন করেছেন? যদি জনার্দনের দাবি যুক্তিসঙ্গত হয়, তাহলে কংগ্রেস কেন শচিন টেন্ডুলকারকে তাদের সমর্থনে প্রচার চালাতে বলছে? এটা কংগ্রেসের দ্বিমুখী নীতিরই প্রতিফলন।’
তবে, খোদ বিজেপিরও এ ধরনের আচরণের নজির আছে। চলতি বছরের জুলাই মাসে নোবেল বিজয়ী অমর্ত্য সেন নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না বলায় বিজেপির এমপি রাজিয়া সাভা তার ভারত রত্ম পুরস্কার কেড়ে দেয়ার দাবি জানান। সূত্র: এনডিটিভি।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)