দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার (১০ মার্চ) কারিগরি ত্রুটি দেখা দিয়েছিলো। ওইদিন সকাল থেকে রাত পর্যন্ত ওয়েবসাইটটিতে সূচক সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেখা দেয়। তবে রোববার দুপুর থেকে রাত পর্যন্ত ডিএসইর আইটি টিম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নাসডাকের তত্ত্বাবধানে কাজ করে কারিগরি ত্রুটি সমাধান করেছে। পরে সোমবার সকালে যথা সময়ে লেনদেন শুরু হয়েছে।

 

আজ (১১ মার্চ) সকালে ডিএসইর প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সফলভাবে ডিএসইতে লেনদেন চালু হয়েছে। এখন পর্যন্ত কোনো ত্রুটি দেখা দেয়নি।