করাচিতে বন্দুকযুদ্ধে নিহত ৪
দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের করাচি শহরে আধাসামরিক বাহিনীর এক অভিযানে বন্দুক যুদ্ধে তিন সন্দেহভাজন ও এক রেঞ্জার সদস্য নিহত হয়েছেন। বুধবার করাচির গুলশান-ই-বুনার নামক স্থানে নিহত ঐ তিন ব্যাক্তি তেহরিক-ই-তালেবানের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। খবর ডন নিউজের।
পাকিস্তান রেঞ্জারের এক মুখপাত্র জানান, সন্দেহভাজন ঐ তিনব্যাক্তি মহররমকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিলো। এসময় রেঞ্জারের একটি দল তাদের অবস্থানে অভিযান চালালে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে রেঞ্জার দলের গুলিতে ঐ তিনব্যাক্তি নিহত হোন।
মুখপাত্র আরো জানান, সংর্ঘষ চলাকালে বন্দুকধারীদের গুলিতে এক রেঞ্জার সদস্যও নিহত হয়েছেন। অভিযানে তাদের কাছে থাকা হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।
(দিরিপোর্ট/এআইএম/এমসি/নভেম্বর ১৩, ২০১৩)