বিএনপি নেতারা ভারতীয় গরুর মাংস দিয়ে সেহরি খায়: পররাষ্ট্রমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন শুরু করেছে ভারতীয় পণ্য বর্জন। নেতারা সন্ধ্যায় ভারতীয় পেঁয়াজ দিয়ে পিয়াজু খায়, রাতে ভারতীয় গরুর মাংস দিয়ে সেহরি খায়। বউকে নিয়ে যখন বাইরে যায়—তখন বউ ভারতীয় শাড়ি পরে বের হয়। আর ওনারা (বিএনপি) বলে ভারত বর্জনের কথা।
রবিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ (আইআরএফ) আয়োজিত ‘বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘তাদের (বিএনপি) এই ধরনের রাজনীতি দেশের জন্য কোনও মঙ্গল বয়ে আনে না। সরকারে থাকলে সমালোচনা হবেই। সমালোচনাহীন সমাজ তো গণতান্ত্রিক সমাজ হতে পারে না, বহুমাত্রিক সমাজ হতে পারে না। কিন্তু তা যখন দেশ বিধ্বংসী সমালোচনা হয়, সেটি কখনও কাম্য নয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে নেতিবাচকভাবে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরা কিছু ব্যক্তি বিশেষের পেশায় রূপান্তরিত হয়েছে। এটি করে তারা তহবিল সংগ্রহ করে এবং সেই তহবিল নিজেদের মতো খরচ করে। দেশের কোনও কোনও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কেউ বাংলাদেশকে এমন নেতিবাচকভাবে উপস্থাপন করে, সেটি কিন্তু পরে ক্ষতি হয়। কোনও নেতিবাচক সংবাদ যদি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়—সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে যত কলেবরে প্রচারিত হয়, তার থেকে চারগুণ বেশি কলেবরে আমাদের দেশে প্রকাশ করে।’