দ্য রিপোর্ট প্রতিবেদক:  প‌রিবা‌রের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি কর‌তে বা‌ড়ি যা‌চ্ছে মানুষজন। ত‌বে ঈদের আগের দিন মহাসড়‌কে নেই তেমন কোনো প‌রিবহণ। দু্ই-তিনটি প‌রিবহ‌ণ দেখা গে‌লেও বা‌কি মহাসড়কই ফাঁকা র‌য়ে‌ছে। ফ‌লে কোনো ভোগা‌ন্তি ছাড়াই স্বস্তি নি‌য়ে বা‌ড়ি যা‌চ্ছে মানুষজন।

 

বুধবার সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে এমন চিত্র দেখা‌ গে‌ছে।

চির‌চেনা এই মহাসড়‌কে প্রতিবছরই ঈদের আগের রা‌তেও ব‌্যাপক মানু‌ষের স্রোত ছিল। ফ‌লে প‌রিবহ‌ণের চাপ ছিল মহাসড়‌কে। এতে আইনশৃঙ্খলাবা‌হিনীর সদস‌্যরা মহাসড়‌কের প‌রিবহণ চলাচল স্বাভা‌বিক কর‌তে হিমশিম খেতেন।

ত‌বে গতকাল মঙ্গলবার চরম ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌য়ে‌ছিল উত্তরব‌ঙ্গের মানু‌ষদের। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়‌কে প্রখর রো‌দের ম‌ধ্যে যানজ‌টের কব‌লে প‌ড়ে‌ছিল। প‌রে বঙ্গবন্ধু সেতু‌র প‌শ্চিম টোলপ্লাজা বন্ধ রে‌খে সেতু‌তে একমুখী ক‌রে উত্তরব‌ঙ্গের দি‌কে প‌রিবহণগু‌লো ছে‌ড়ে দেওয়ায় টাঙ্গাইলের মহাসড়‌কে প‌রিবহ‌ণের চাপ ক‌মে‌ছিল। মঙ্গলবার সকাল থে‌কে বিকাল পর্যন্ত পরপর দুইবার দুই ঘণ্টা ক‌রে প‌শ্চিম টোলপ্লাজায় ঢাকাগামী লেন বন্ধ রাখে কর্তৃপক্ষ।

পু‌লিশ কর্মকর্তা জা‌নি‌য়ে‌ছেন, বুধবা‌রে ঈদ হ‌বে এই টা‌র্গেটে এবং সব প্রতিষ্ঠান আগেই ছু‌টি হ‌য়ে যাওয়ায় মানুষ আগে থে‌কেই বা‌ড়ি‌ যেতে শুরু ক‌রে‌ছিল। মঙ্গলবার গা‌র্মেন্টসের লোকজনসহ অন‌্যান‌্যরা এক সা‌থে রওনা হওয়ায় মহাসড়কে চাপ বে‌ড়ে‌ছিল। ত‌বে আজ‌কে তেমন মানুষ বা‌ড়ি যাওয়ার নেই। যারা যাওয়ার তারা চ‌লে গে‌ছে। ফ‌লে মহাসড়‌কে তেমন প‌রিবহণ নেই।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, মহাসড়‌কে তেমন প‌রিবহণ নেই। পরিবহনগু‌লো স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে।