বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা করার দরকার নেই: শান্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের আগে বাংলাদেশ যখন স্বপ্নে বিভোর, তখন ঘুম থেকে ওঠার কথা বলে স্বপ্নে জল ঢেলে দিয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দেড় মাস আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঠিক একই পথে হাঁটলেন। রাখঢাক না রেখে সোজা বলে দিয়েছেন, বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা করার দরকার নেই!
মঙ্গলবার (১৬ এপ্রিল) একটি অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এভাবে মন্তব্য করেছেন শান্ত। তিনি চান প্রত্যাশাটা তাদের নিজেদের ভেতর রাখতে।
‘প্রতি বছর আমি দেখি বিশ্বকাপের আগে অনেক কথা হয়। প্রত্যাশা এমন থাকে, এটা করবো সেটা করবো, অনেক কথা বার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কাছে যে প্রত্যাশাটা খুব একটা করার দরকার নেই। প্রত্যাশাটা সবার মনের ভেতর থাক।’