এবার ঢাবির থেকে এগিয়ে এনএসইউ
দ্য রিপোর্ট প্রতিবেদক: এবার র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও (ঢাবি) পিছনে ফেললো নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। টাইমস হায়ার এডুকেশন ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪’ এ গতকাল মঙ্গলবার এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, এশিয়ার সেরা ৩৫১-৪০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করে নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। অন্যদিকে তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ৪০১-৫০০ এর মধ্যে।
এশিয়ার ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র্যাঙ্কিং করা হয়েছে।
এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ বারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়। সেরা দশের মধ্যে চীনের ৫টি, হংকং ও সিঙ্গাপুরের ২টি করে এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এবার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। যা গতবার ছিল ১৫টি। এদের মধ্যে ১২টি বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও তাদের র্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।
(দ্য রিপোর্ট/এসআর/মে ০১, ২০২৪)