চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে দেড় হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে নগরীর চামড়ার গুদাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- ইসমাইল (২৫), দিলারা বেগম (২৩) ও লায়লা বেগম (৩০)। তাদের সঙ্গে সাত ও দশ বছরের দু’শিশু রয়েছে।
কোতোয়ালী থানার এস আই কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
আটকরা ২০১২ সালে মায়ানমারে দাঙ্গার সময় পালিয়ে বাংলাদেশে আসেন বলে দাবি করেন তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/আরকে/এপ্রিল ৫, ২০১৪)