দ্য রিপোর্ট প্রতিবেদক: গভীর সমুদ্রে তেল, গ্যাস উত্তোলনে সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিডিং প্রক্রিয়া শেষে আগামী বছরের শুরুতেই চুক্তির জন্য সরকার আশাবাদী বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

 

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৪ প্রমোশনাল সেমিনার শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এরই মধ্যে বিড ডাটা সংগ্রহ করেছে। অনেক দেশই বাংলাদেশে এক্সপ্লোরেশন করতে আগ্রহী।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই অফশোর বিডিং করা হচ্ছে। গভীর সমুদ্রে তেল গ্যাস উত্তোলন প্রক্রিয়া সফল হলে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।