‘মন্ত্রীদের পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়ালে রাষ্ট্রদ্রোহিতার মামলা’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ নিয়ে কেউ যদি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। বিএনপি নেতারাও এ নিয়ে জনগণের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। যারা এ ব্যাপারটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন তাদের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে। কারণ জ্ঞানী ব্যাক্তিরা যদি জ্ঞানপাপীর মতো কথা বলেন তাহলে তা রাষ্ট্রদ্রোহিতার সামিল।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি নেতাকর্মীদের পাশে না থেকে পালিয়ে বেড়াচ্ছেন। গোপনে বিবৃতি দিচ্ছেন। যে দলের একজন ভারপ্রাপ্ত মহাসচিব গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়ান, তার পদত্যাগ করা উচিত।’
হরতালে সংঘটিত সকল নাশকতার দায়ভার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নেতাদের নিতে হবে বলে দাবি করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার জন্য হরতাল ও নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। দেশের নির্বাচন বানচাল করার জন্য তারা নাশকতা করছে। কিন্তু গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা অবশ্যই নির্বাচন করবো।’
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসিনা দৌলা, আব্দুল হাই কানু, ড. সিদ্দিকুর রহমান, এম এ করিম, অরুন সরকার রানা প্রমুখ।
(দিরিপোর্ট২৪/এসআর/এমসি/নভেম্বর ১৩, ২০১৩)