মমতাই থাকছেন পশ্চিমবঙ্গে
দ্য রিপোর্ট ডেস্ক: বিভিন্ন বুথফেরত সমীক্ষায় করা পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত মিললো না। রাজ্যে ক্ষমতায় থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসই।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি আসন, বিজেপি পেয়েছে ১২আসন এবং কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন।
বিজয়ের ইঙ্গিত মিলতেই মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসেছে বিশেষ বৈঠক। তৃণমূল সূত্রে খবর, মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ঠিক করছেন তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে।