বেনজীরের দুর্নীতি নিয়ে পুলিশ বাহিনী বিব্রত নয়: আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে পুলিশ বাহিনী বিব্রত নয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (১১ জুন) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
আইজিপি বলেন, বেনজীর আহমেদ সহ যেসব পুলিশ সদস্যদের অবৈধ সম্পদ অর্জনের তথ্য আসছে সে বিষয়ে তদন্তের পরই বক্তব্য দিবে পুলিশ। বিষয়গুলো নিয়ে পুলিশ বাহিনী বিব্রত নয়।
পুলিশের হাজারো ইতিবাচক সংবাদের মধ্যে ব্যক্তি বিশেষের কিছু নেতিবাচক সংবাদ ডিপার্টমেন্টের ওপর বর্তায় না।
পুলিশ বাহিনী বিব্রত কিনা এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, তদন্তের ওপর ভরসা রাখতে চায় পুলিশ বাহিনী।