দ্য রিপোর্ট প্রতিবেদক: কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১১ জুন) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

উল্লেখ্য, গত ১৬ মে ক্রাফটসম্যান ফুটওয়্যার ১১ টাকা দরে শেয়ার লেনদেন শুরু করে। আর রোববার বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা উন্নীত হয়। অর্থাৎ মাত্র ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩১ টাকা।