রেকর্ড দামে বিক্রি সবচেয়ে বড় কমলা হীরা
দিরিপোর্ট ডেস্ক : উজ্জল কমলা দ্যুতি আর নাশপাতি আকৃতির হীরাটি দেখে যে কারো দমবন্ধ হয়ে যাবে। তবে, হীরাটি দেখে যদি কোনো কারণে আপনি অবাক নাও হন, অবাক হতে হবে এর দাম দেখে। কারণ নিলামে হীরাটি বিক্রি হয়েছে ৩ শত ৩৫ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশী টাকায় যা প্রায় ২৬০ কোটি টাকা।
জেনেভার একটি নিলাম অনুষ্ঠানে মঙ্গলবার ১৪.৮২ ক্যারেটের এই হীরাটি বিক্রি হয়। এর প্রতি ক্যারেটের দাম পড়েছে ২৪ লাখ মার্কিন ডলার।
এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া রঙিন হীরার মধ্যে এই হীরাটিই প্রতি ক্যারেট এতো বেশি দামে বিক্রি হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
ক্রিস্টি’স জুয়েলারি বিভাগের প্রধান ফ্রাঁসোয়া ক্রু্রিয়েল জানান, গোলাপী ও নীল হীরার চেয়েও কমলা হীরাটির বেশি দাম ওঠেছে। যদিও গোলাপী ও নীল হীরাকেই রঙিন হীরার মধ্যে সবচেয়ে মূল্যবান মনে করা হয়। সূত্র: ডেইলি মেইল।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)