হজে এসে মারা গেছেন অন্তত ৫৫০ জন হজযাত্রী
দ্য রিপোর্ট ডেস্ক: এ বছরে হজ করতে এসে মারা গেছেন অন্তত ৫৫০ জন হজযাত্রী। যাদের মধ্যে মিসরের নাগরিক রয়েছেন ৩শ’ ২৩ জন। বেশির ভাগ হাজিদের মৃত্যু হয়েছে তীব্র গরমে অসুস্থ হয়ে। দুই জন আরব কূটনীতিকের বরাত দিয়ে বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
তারা জানান, মক্কার আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। তীব্র গরমের কারণেই বেশিরভাগ মানুষ মারা গেছেন। অন্যদিকে জর্ডান থেকে আসা হজযাত্রীদের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
তীব্র তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে ২ হাজারের বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।