দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিস্তিনের গাজা সিটির শাতি ক্যাম্পে ইসরাইলি বিমান হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার পশ্চিম গাজা শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। হিব্রু গণমাধ্যমের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম দাবি করেছে। খবর আনাদোলুর।

গত এপ্রিলে হানিয়াহর তিন ছেলেকে হত্যা করে ইসরাইল। হামাসের ভাষ্যমতে, তার চার নাতি-নাতনিও (তিন মেয়ে ও এক ছেলে) নিহত হয়। ওই সময় হামাসের এক নেতা আলজাজিরাকে বলেন, ‘তাদেরকে শাহাদাতের সম্মান দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।’

এ বছরের শুরুর দিকে ইসরাইলি পুলিশ হানিয়ার এক বোনকে গ্রেফতার করে, যিনি তেল শেভায় বসবাসরত ইসরাইলি নাগরিক। হামাস নেতার তিন বোন দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বাস করেন এবং আরব ইসরাইলিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।