চট্টগ্রামে ১৫টি বুলেটসহ স্কুলছাত্র আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মো. মামুন হোসেন (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে ১৫টি বুলেটসহ আটক করেছে পুলিশ। আটক মামুন বিবিরহাটস্থ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক মিজান বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র মামুন হোসেনের প্যান্টের পকেট থেকে ১৫টি বুলেটসহ তাকে আটক করা হয়।
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব বলেন, ক্লাস টিচার আব্দুল সোবহান ক্লাস করার সময় ঐ ছাত্রের কাছ থেকে প্যান্টের পকেট চেক করলে বুলেটগুলো পাওয়া যায়। এরপর পাঁচলাইশ থানাকে খবর দিলে পুলিশ এসে বুলেটসহ মামুনকে আটক করে নিয়ে যায়।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এনআই/এপ্রিল ০৫, ২০১৪)