দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির আমলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি এমন মন্তব্য করে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ অভিযোগ পেলে ব্যবস্থা নেয়। বুধবার (৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রনালয়ের সভা শেষে এসব কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলেন, এমপিরা সম্পদের হিসাব দেয়। এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরও জবাবদিহিতা থাকতে হবে। জানান, সংসদে ও মন্ত্রিপরিষদের বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারপ্রধান শেখ হাসিনা।

নানক বলেন, দুর্নীতির বিরুদ্ধে মুখে মুখে নয়, কাজেকর্মে ব্যবস্থা নিচ্ছে সরকার। যাদের নাম আসছে, সেগুলো ধামাচাপা দেয়া হচ্ছে না। ফলে এর আগেও অনেক ক্ষমতাসীন দলের এমপিকে দুদকে যেতে হয়েছে। কিন্তু বিএনপির আমলে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি।

এর আগে তিনি জানান, পাট পাতা দিয়ে তৈরী ‘রোজেলা’ ও ‘পাট পাতার চা’ শিগগিরই বাজারজাত করা হবে। আর পাটের তৈরি সোনালী ব্যাগ বাজারজাত করার পর্যায়ে আসেনি। তবে সেটি উৎপাদন পর্যায়ে আছে বলেও জানান তিনি।