দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গেটে আগুন দিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা টেলিভিশন ভবনের ক্যান্টিন, রিসিপশন ও একটি গাড়ি ভাঙচুর করে। 

 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায়ও সেখানে আগুন জ্বলছে। বিটিভির মূল ভবনেও আগুন জ্বলছে। বাইর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়তেও দেখা গেছে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো রাস্তা বন্ধ হয়ে আছে, যে কারণে ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেদিকে যেতে পারছে না।

সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের একটি গাড়ি বিটিভি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেও সামনে এগুতে পারেনি। তারা বেশ কিছু টিয়ার শেল নিক্ষেপ করেও আন্দোলনকারী শিক্ষার্থীরা পেছনে হটেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে র‌্যাবের গাড়িই পেছনে সরে যায়

সবশেষ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিটিভি ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে যাচ্ছে। আর ভবনের দিকে আগুন থাকায় ভেতরে আটকে পড়া বিটিভির কর্মীরাও বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।