চট্টগ্রামে নৌকা ডুবি
তিন দিনেও খোঁজ মেলেনি সানি’র
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের কর্ণফুলি নদীতে বৃহস্পতিবার বিকেলে নৌকাডুবিতে নিখোঁজ শিশু মো. সানি’র (৫) তিন দিনেও খোঁজ মেলেনি।
ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ জানান, নিখোঁজ শিশুটি উদ্ধারের জন্য উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন জানান, আমাদের মোবাইল টিম উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে। এ ছাড়া কোস্টগার্ডও তাদের সঙ্গে আছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ফুফুর বাড়ি যাওয়ার উদ্দেশে পশ্চিম পটিয়া ব্রিজঘাট থেকে নগরীর সদরঘাটে যাওয়ার মাঝপথে নৌকা ডুবে মো. সানি (৭) নিখোঁজ হয়। সানি রাউজান উপজেলার বদলপুর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/এএল/এপ্রিল ০৫, ২০১৪)