দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

এদিকে সরকার পতনের এক দফা দাবিতে রোববার শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। অসহযোগের প্রথম দিনে সারাদেশে অন্তত ১৮ জন মারা গেছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে ৩ জন, রংপুরে ২ জন, মাগুরায় ২ জন, কুমিল্লায় ১ জন, বগুড়ায় ১ জন, ফেনীতে ৫ জন, পাবনা ২, সিরাজগঞ্জ ১ বরিশালে ১ জন জন নিহত হয়েছেন।