দ্য রিপোর্ট প্রতিবেদক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়ে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই উৎফুল্ল ও উত্তেজিত জনতা আনন্দ উদযাপনের পাশাপাশি নানা স্থানে ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছে। এদিন দেশের বিভিন্ন থানা ও স্থাপনায় দুর্বৃত্তদের হামলায় অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এর প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা। রাজধানীর রাস্তাগুলোতে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

 

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ঘুরে কোনো ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায়নি। ফলে, ছাত্র ও জনতা নিজেদের কাঁধে তুলে নিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব। গুলশান, মহাখালী, বিজয় সরণি, শাহবাগ, কাকরাইল, আসাদ গেট, মোহাম্মদপুরসহ বেশকিছু জনবহুল মোড়ে এ চিত্র দেখা গেছে।

গত কয়েক দিনের তুলনায় আজ নগরীতে যানবাহনের উপস্থিতি বেশি দেখা গেছে। নগরীর বিজয় সরণিতে দেখা গেছে, কয়েক জন ছাত্র ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন লাঠি হাতে নিয়ে। নিয়মিত সময়ের বিরতিতে গাড়ি ছাড়ছেন এসব স্বেচ্ছাসেবী। ট্রাফিক নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করছে ছাত্র-জনতা।

শিক্ষার্থীদের এমন ভূমিকায় খুশি নগরবাসী। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাঁড়ানো স্বপন নামের এক পথচারী বলেন, কী সুন্দরভাবে এই ছেলেগুলো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। দুই মিনিট পর পর ওরা রাস্তার একেক পাশের গাড়ি ছেড়ে দিচ্ছে। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না, বরং ট্রাফিক পুলিশদের চেয়েও ভালো করছে স্কুল-কলেজের এসব ছেলে।