প্রাণ ফিরেছে পুঁজিবাজারে, সূচকে বড় উত্থান
দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতির মধ্যে দেশের পুঁজিবাজার যেন প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘ দিন ধরে চলা মন্দা পরিস্থিতিকে উৎড়িয়েছে। চলতি সপ্তাহে পুঁজিবাজারে লেনদেনের দ্বিতীয় দিন বুধবার (৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) ব্যাপক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। এর আগের দিন মঙ্গলবারও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে সূচক বাড়ার পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। পাশাপাশি উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯২.৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৪২.৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮৭.৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৯৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৬৬টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।
ডিএসইতে এদিন মোট ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৩০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬০৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৪৫.১০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৩৮ পয়েন্টে, শরিয়া সূচক ২৪.৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫৪৯.০৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬০টি কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ২১টির। দিন শেষে সিএসইতে ২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।