চোরকে ধন্যবাদ জানিয়ে চিঠি!
দিরিপোর্ট ডেস্ক : চোরকে আবার কেউ ধন্যবাদ দেয় নাকি? কেউ না দিলেও নর্দাম্পটনের বাসিন্দা কেট ব্যারেট কিন্তু তার বাড়িতে চুরি করতে আসা চোরকে ধন্যবাদ দিয়ে চিঠি লিখেছেন।
অবশ্য চোরের লেখা চিঠির জবাব দিতেই কেটের এই প্রয়াস। কেটের বাড়িতে চুরি করতে এসে ‘কোনো মূল্যবান জিনিস’ না পাওয়ায় দুঃখিত হয়ে চিঠি লিখে যায় ওই চোর। তার জবাব দেওয়ার সিন্ধান্ত নেন কেট ও তার বন্ধু ড্যান।
চিঠিতে কেট লিখেছেন, তাদের ভিডিও ও ক্যাসেটের সংগ্রহকে উপেক্ষা করায় তিনি ও তার বন্ধু ‘হতাশ’ হয়েছেন।
রবিবার সন্ধ্যায় কেট ও তার বন্ধু ড্যান দুইজনেই বাইরের থাকার সুযোগে পেছনের দরজা ভেঙে চোরটি ভেতরে ঢোকে। তেমন দামী কিছু না থাকায় হতাশ হয়ে হয় চোর বাবাজিকে। সূত্র: বিবিসি।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)