দ্য রিপোর্ট প্রতিবেদক:সংখ্যালঘুদের নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান এবং অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ আটদফা দাবি জানিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। এর জন্য তিনদিন সময় বেঁধে দেয়া হয়। অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে।

 

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। শনিবার (১০ আগস্ট) বেলা ৩টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হন তারা। এ সময় তারা ‘আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ধর্ম হোক যার যার, রাষ্ট্র হোক সবার’, ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না’ প্রভৃতি স্লোগান দেন।

সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে থেকে আটদফা দাবি তুলে ধরেন তারা। তাদের ঘোষিত আটদফা দাবিগুলো হলো

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই সারাদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরইপ্রেক্ষিতে এসব ঘটনার প্রতিবাদে নামে সনাতন ধর্মাবলম্বীরা।