আজ থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: সারাদেশে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ। তবে এদিন চলবে পণ্যবাহী ট্রেন। মঙ্গলবার চলাচল শুরু হবে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে চলাচল করবে আন্তনগর ট্রেন।
রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সকাল ৬টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে একটি পণ্যবাহী ট্রেন। সকাল ৯টা নাগাদ ছাড়ার কথা রয়েছে আরও একটির।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার কারফিউ জারি করলে গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রী ও কন্টেনারবাহী এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। গত ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হলেও ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথমদিন আবারও বন্ধ হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলে আন্দোলনের মুখে ৩ আগস্টের পর কন্টেনারবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।