নিরপেক্ষতা রক্ষায় কোনো দলের সঙ্গে যোগাযোগে ইসির ‘না’
দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে কমিশন কোন পর্যায়ের যোগাযোগ করছে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় রয়েছে। তাই নিরপেক্ষতা বজায় রাখতে সক্রিয়ভাবে কোন দলের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রে নির্বাচন ছাড়া অন্য কোনো সুন্দর পদ্ধতি নেই। রাজনৈতিক দলের মধ্যে যে সমস্যা রয়েছে, আমরা আশা করি তার একটা সমাধান হবে। কারণ, রাজনীতিবিদদের মধ্যে অনেক অভিজ্ঞ লোক আছে যারা জনগণের পালস বোঝে।
আচরণবিধি চূড়ান্ত করা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওয়েবসাইটে খসড়া প্রকাশের পর অনেকে পরামর্শ দিয়েছেন। তার মধ্য থেকে কিছু পরামর্শ গ্রহণ করে আচরণবিধি চূড়ান্ত করছি। দুই একদিনের মধ্যে তা চূড়ান্ত রূপ পাবে।
আচরণবিধিতে নতুন সংযোজিত বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেসব প্রার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সঙ্গে যুক্ত তাদের নির্বাচন চলাকালীন সময়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। এছাড়া মনোনয়নপত্র জমা দেয়ার সময় কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।
সব দলের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে নির্বাচন সুন্দর হবে। কমিশন থেকে সব সময় নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া কারো কারো ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সব দল নির্বাচনে অংশ নিবে এবং শেষ পর্যন্ত আমরা তাদের জন্য অপেক্ষা করব। শেষ মুহুর্তে সব দল নির্বাচনে আসলেও তা ইতিবাচক।
দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা নিয়ে তিনি বলেন, আমরা পূর্বেও বলেছি সহিংসতা গণতন্ত্রের ভাষা হতে পারে না। আলাপ আলোচনা গণতন্ত্রের ভাষা। এখানে বিতর্ক হবে, বক্তব্য প্রত্যাখ্যান হবে। তবে সহিংসতা হবে না। তাই সকলকে আমরা শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাই।
(দিরিপোর্ট/এমএস/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)