দ্য রিপোর্ট প্রতিবেদক: রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদিকে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় ফুঁসে ওঠেন কয়েদি ও বন্দিরা। এসময় কয়েদিদের মধ্যে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে।

উত্তেজনা ছড়িয়ে পরে গোটা কারাগারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরও সংঘর্ষ না থামলে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে রংপুর কেন্দ্রীয় কারাগারে এসব ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

তিনি জানান, আজ সকালে কারাগারে থাকা যাবজ্জীবন মামলার সাজাপ্রাপ্ত কয়েদি বাহারুল বাদশা গাছের আমড়া পাড়তে গেলে অপর কয়েকজন কয়েদি বাঁধা দেন। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে কয়েদি বাহারুল বাদশার মাথায় খড়ি দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান