রংপুরে শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
দ্য রিপোর্ট প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে ভ্যানচালক মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের বেশির ভাগই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত মানিকের মা নূরজাহান বেগম বাদি হয়ে হত্যা মামলার আবেদন করেন। পরে আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটি গ্রহণ করেন।