অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ফ্রান্স
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে ফ্রান্স প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, তার দেশ ফ্রান্স বাংলাদেশের পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই এ আমন্ত্রণ ড. ইউনূসকে পৌঁছে দেন।
জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ করেন ফরাসি রাষ্ট্রদূত। এ সময় ড. ইউনূস বলেন, ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণবিপ্লব বাংলাদেশকে পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, দেশ পুনর্গঠন একটি বড় কাজ। তবে আমরা এটিকে বড় সুযোগ হিসেবে দেখছি। যদি আমরা এ সুযোগ ব্যবহার করতে না পারি, তাহলে এটি আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা হবে।