দ্য রিপোর্ট প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ নামে এক কিশোর খুনের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এ আদেশ দেন।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. সাদেক তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

শুনানিতে তিনি বলেন, বিবেকের তাড়নায় ১৬ বছরের এ শিশু আন্দোলন যাই। এজাহারের ২০ নম্বরআসামি তিনি। তার নির্দেশে প্রত্যক্ষ-পরোক্ষ মদদে অন্যান্য আসামিরা গুলি চালিয়ে হত্যা করে। অর্থের যোগানদাতা। ছাত্রলীগ-যুবলীগকে অর্থের বিনিময়ে লেলিয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালায়। রিমান্ড আবেদনের পক্ষে বিএনপিপন্থিআইনজীবীরা বলেন, নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করে। সারা দেশে কি নির্বিচারেই না হত্যাকাণ্ড চালিয়েছে। আসামি ধনাঢ্য। দেশে-বিদেশে অনেক কানেকশন। তখনকার সরকারের মদদপুষ্ট হয়ে হত্যা চালিয়েছি। তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।