দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া কেএএম মাজেদুর রহমান সরে দাঁড়িয়েছেন। তিনি পর্ষদে যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে মাজেদুর রহমান বলেন, আমি ডিএসইর পর্ষদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার চেয়ে যোগ্য লোক ডিএসইর পর্ষদে আসবে।

এর আগে ডিএসইর স্বতন্ত্র বা স্বাধীন পরিচালক হিসেবে কে এ এম মাজেদুর রহমান, ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ হোসেনকে নিয়োগে আইনের ব্যত্যয় হয়েছে বলে ডিএসইর ট্রেকহোল্ডাররা প্রশ্ন তোলে।

বিএসইসি যাদেরকে গত ১ সেপ্টেম্বর ডিএসইর স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেয় তাদের বিষয়ে পুন-বিবেচনার দাবি তোলে।

এদিকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক দেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনের পরিপালন হয়নি বলে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে পড়ে জটিলতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইনি জটিলতা তুলে ধরে করণীয় সম্পর্কে নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিবের কাছে সম্প্রতি চিঠি দিয়েছে বিএসইসি।