চট্টগ্রামে ইয়াবাসহ আটক ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হালিশহরে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নগরীর আগ্রাবাদ এক্সেস রোড়ের ঈদগাহ বৌ-বাজারে রবিবার ভোরে এ অভিযান চালানো হয়।
আটকেরা হচ্ছে- হাসিবুল আলম (২২) ও সাইফুল ইসলাম (৩০)।
হালিশহর থানার ডিউটি অফিসার এসআই সুমন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাহ বৌ-বাজার আমতল এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। একই সময়ে আগ্রাবাদ এক্সেস রোড়ের চক্ষু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ হাসিবুল আলমকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দুইজন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ব্যাপারে মাদক আইনে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমসি/এএইচ/এপ্রিল ০৬, ২০১৪)