বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দিতে ট্রুডোকে অনুরোধ ইউনূসের
দ্য রিপোর্ট প্রতিবেদক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মঙ্গলবার (সেপ্টেম্বর ২৪) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ এবং কানাডার মধ্যেকার সম্পর্ক আরও শক্তিশালী করা, সংস্কার, দেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণদের সহায়তা করার উপায় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে ড. ইউনূস ছাত্র-জনতার বিপ্লবের সময় দেওয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতি নিয়ে একটি ‘আর্ট বুক’ জাস্টিন ট্রুডোকে উপহার দেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ায় জাস্টিন ট্রুডো অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার ও নতুন করে গড়ে তুললে সহায়তা করবেন বলে জানান।
বিগত বছরগুলোতে বলপূর্বক ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার সরকার কীভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে ট্রুডোর সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তা তুলে ধরেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করে প্রধান উপদেষ্টা।