দ্য রিপোর্ট প্রতিবেদক: নভেম্বর থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পর্যায়ক্রমে পলিথিন ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যবহার বন্ধ হবে। পলিথিনের বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীরা সুপারশপে যাবে।

দরোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই বাংলানগরে বন ও পরিরেশ অধিদপ্তরে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিকল্প সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে পলিথিন ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে সুপারশপে এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার বন্ধ করা হবে। এগুলো বাস্তবায়নের জন্য আমরা চাপিয়ে দিচ্ছি না। আপনারা যারা অংশীজন আছেন তাদের সঙ্গে বসেছি, আপনারা যে তারিখের কথা বলেছেন আমরা আপনাদের সঙ্গে একমত হয়েছি। কোনো সমস্যা হলে বলবেন, আমরা সেটা দেখব। এ উদ্যোগ মানুষকে শাস্তি দেওয়ার জন্য নয়, মানুষের জীবন নিরাপদ করার জন্য।