আইডিয়াল আ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
দ্য রিপোর্ট প্রতিবেদক: আইডিয়াল স্কুল এন্ড কলেজ আ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ফেনীতে বন্যা কবলিত মানুষের মধ্যে গত ২৮ সেপ্টেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আইডিয়াল স্কুল এন্ড কলেজ আ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব ফয়সাল আলম রাসেলের সার্বিক তত্ত্বাবধায়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা সদরে আইডিয়াল স্কুল এন্ড কলেজ আ্যালামনাই এসোসিয়েশনের সৌজন্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ কার্যক্রম এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচশত অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ ব্যাপারে আইডিয়াল স্কুল এন্ড কলেজ আ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব ফয়সাল আলম রাসেল বলেন, আইডিয়াল মানে আদর্শ। আমরা স্কুলের নামের মিল রেখে সবসময় এমন কাজ করতে চাই যা যেকোন আ্যালামনাই এসোসিয়েশনের জন্য আদর্শ হিসেবে কাজ করবে। স্কুলের পাশাপাশি যেকোনো সামাজিক ও জাতীয় দুর্যোগে পাশে থাকবে আইডিয়াল স্কুল এন্ড কলেজ আ্যালামনাই এসোসিয়েশন।