দ্য রিপোর্ট প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‌‘কুমিল্লাবাসী এতদিন ধরে এক ত্রাসের রাজত্বের মধ্যে বসবাস করছিল। হাসপাতাল থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই চাঁদা দিয়ে চলতে হয়েছে সবাইকে। আমরা কুমিল্লাবাসী ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিলুপ্ত করেছি। শেখ হাসিনাকে আমরা ভারতে পাঠিয়েছি। ভারতের ত্রিপুরায় ফ্যাসিবাদের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে।’

 

শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লা নগরীর টাউনহল এলাকায় মশাল মিছিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা এই মশাল মিছিলের আয়োজন করে।

মশাল মিছিলে শিক্ষার্থীরা 'দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে ভাই’ সহ বিভিন্ন স্লোগান দেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‘মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা হয়েছে। যিনি (স্বাধীনতার) ঘোষণা দিয়েছেন তাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে। মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে, তাদের যথাযথ হিস্যা আমরা দাবি করি। সেখানে সব শহিদসহ তাজউদ্দীন আহমদকে হিস্যা দিতে হবে।’

বাজার নিয়ে এই সমন্বয়ব বলেন, ‘জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা না গেলে, সিন্ডিকেট ভাঙা না গেলে অন্তবর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের অসহিষ্ণুতা প্রকাশ পাবে।’ হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে মানবাধিকার হরণ করেছে, তাদের আর পুনর্বাসন করার সুযোগ নেই। আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। সন্ত্রাসী হিসেবে আইন করে তাদের নিষিদ্ধ করতে হবে।’