আমরাও চাচ্ছি, দ্রুত নির্বাচন হোক: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, ‘সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই অন্তবর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। মানুষের কাঙ্ক্ষিত ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরাও চাচ্ছি দ্রুত নির্বাচন শেষ হোক। পারিপার্শ্বিক পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনে আসা যাচ্ছে না।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।উপজেলার পূর্বাচল উপ-শহরের ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে এ যন্ত্রগুলো সরবরাহ করা হয়।
ফারুক ই আজম বলেন, ফায়ার সার্ভিস বর্তমানে যন্ত্রপাতি ও প্রশিক্ষণের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ফায়ার সার্ভিসের সেবা এখন পৌঁছে দেওয়া সম্ভব। কোথাও অগ্নিকাণ্ড ঘটলে তা নিবারণের জন্য মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। যন্ত্রপাতির তুলনায় জনবল কম থাকায় ফায়ার সার্ভিসের যথাযথ সেবা পাওয়া যাচ্ছে না। আমাদের চেষ্টা থাকবে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের জন্য দক্ষ জনবল গড়ে তোলা।’