বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম অফিস : জেলার আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার দুপুর ২টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সহকারী পুলিশ কমিশনার দীপক জ্যোতি খীসা দ্য রিপোর্টকে জানান, কে অ্যাপারেলস ও কে ফ্যাশন নামে দুটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বেতন না পেয়ে রাস্তায় নেমে আসেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলাপ-আলোচনা চলছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/ইইউ/এএস/এএইচ/এপ্রিল ০৬, ২০১৪)