পুলিশ সদর দপ্তরে শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (মঙ্গলবার, ২২ অক্টোবর) পরোয়ানার কপি সদর দপ্তরে পাঠানো হয়েছে।
এর মধ্যে শেখ হাসিনাসহ ২৩ জন গ্রেপ্তারের বাইরে রয়েছেন। বাকি আসামিদের এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২৩ জনের বিষয়ে আলাদা তালিকা দিয়েছে পুলিশ।
এর আগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়। বিচার শুরুর প্রথম দিনই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করা আবেদন ওইদিনই গ্রহণ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।