দ্য রিপোর্ট প্রতিবেদক:  বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আমরা জনগণ যেন এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছি। যেন কুয়াশার মধ্যে আছি।

 

তিনি বলেন, এই শুনলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। কদিন পর শুনি তিনি যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘোরাফেরা করছেন। আবার শুনলাম আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) গ্রেপ্তার হয়েছেন, পরে শুনি তিনি গ্রেপ্তার হননি। জনগণের সঙ্গে প্রতারণা কীসের জন্য, লুকোচুরি কীসের জন্য? মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার আমলের মন্ত্রীরা যারা অপরাধ করেছেন, অবিচার করেছেন, তাদের ধরা না ধরা, গ্রেপ্তার হওয়া না হওয়া নিয়ে এ ধরনের লুকোচুরি কেন খেলছেন? জনগণ কি প্রশ্ন করতে পারে না? কোন জায়গা থেকে পুতুল নাচের মতো সুতার টান আসছে, জনগণ কি জানে না? সেই সুতার টানে আপনারা নাচানাচি করছেন। এটা তো সুস্পষ্ট হয়ে উঠেছে।

বিএনপির এ মুখপাত্র বলেন, আজ দেখলাম রাজশাহীর সারদায় শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশের ২৫২ কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাদ দেওয়ার কথা ছিল ৮০৩ জনকে।