দিরিপোর্ট২৪ ডেস্ক : মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড় করাবেন না। একদল আইনজীবী মঙ্গলবার তার সঙ্গে আলোচনা করতে গেলে তিনি তাদের প্রস্তাব নাকচ করে দেন। খবর আরব নিউজের।

মুরসির ছেলে আইনজীবী ওসামা মুরসি বার্তাসংস্থা এপিকে জনান, তিনি আইনজীবী নিয়োগের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি নিজেই তার মামলা লড়বেন।

ওসামা জানান, তিনি (মুরসি) অন্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যাবে কিনা- সে ব্যাপারে আলোচনা করতে চান।

ওসামা মুরসিসহ পাঁচ সদস্যের এক আইনজীবী দল মুরসির সঙ্গে আলেকজান্দ্রিয়ার কারাগারে আলোচনা করতে যায়।

চলতি বছরের ৩ জুলাই দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে মুরসিকে গোপন স্থানে আটকে রাখে সরকার। এরপর ৪ নভেম্বর প্রথমবারের মতো তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়। এদিন এ বিচার কার্যক্রমকে অবৈধ বলে মন্তব্য করেন মুরসি। এরপর থেকে তাকে আলেকজান্দ্রিয়ার মেডিটোরিয়ান পোর্ট সিটির জেলে কড়া নিরাপত্তায় রাখা হচ্ছে।

২০১২ সালের ডিসেম্বরে বিক্ষুব্ধ জনতাকে হত্যার অভিযোগে মুরসি ও আরো ১৪ জন মুসলিম ব্রাদারহুডের নেতাকে বিচারের সম্মুখীন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)