দ্য রিপোর্ট প্রতিবেদক:  আগামী বুধবার (৩০ অক্টোবর) হজের প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এবার হজের খরচ কমে যাবে। প্যাকেজের মূল্য কমানো হবে।

 

 

সোমবার (২৮ অক্টোবর) বিকেলেদিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে’ ওলামা কেরামের ভূমিকা শীর্ষক একআলোচনা সভায় তিনি এ কথা বলেন।


ধর্ম উপদেষ্টা বলেন, আগামী বুধবার (৩০ অক্টোবর) এ বছরেরহজের প্যাকেজ ঘোষণা করা হবে। তখন প্যাকেজের মূল্য কমানো হবে। গেল বছরের তুলনায় এবার হজের খরচ কমে যাবে।

যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেনউপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হোসেন।

এ সময় ওই মাদ্রাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।