মধ্যরাতে রাজধানীর জিরো পয়েন্টে ছাত্রদলের মিছিল
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শনিবার মধ্যরাতে রাতে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তানের জিরো পয়েন্টে শেষ হয়।
শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে শাকিল হোসেন সাদ্দাম ছাড়াও উপস্থিত ছিলেন শাহবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাওলাদার, রুবেল বেপারী, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসনসহ বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
সাদ্দাম হোসেন শাকিল বলেন, স্বৈরাচার সরকার এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের কাছে ঘৃণিত। হাজার হাজার মানুষের রক্ত খেকো এ দলকে কখনোই বাংলার মাটিতে আর দাঁড়াতে দেওয়া হবে না।
তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৫ বছর যেভাবে রাজপথে থেকেছি আগামী দিনেও স্বনির্ভর এবং আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সক্রিয় থাকবো। পতিত এবং ঘৃণিত কোনো দল বিঘ্ন সৃষ্টি করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতেও আমরা প্রস্তুত আছি।