দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য এবং গুজব ছড়ানোর বিষয়ে সতর্কতা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যারা গুজব রটাচ্ছেন, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসইসি।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিকে অস্থিতিশীল করতে সাম্প্রতিক সময়ে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের অপতথ্য ও গুজব ছাড়ানোর অপচেষ্টা চলছে, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশিত ও প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও অসত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার ও অনলাইন পরিসরে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য প্রকাশ, শেয়ার দরের পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্ববাণী ইত্যাদিসহ যে কোনো ধরনের অসত্য তথ্য ও গুজব ছড়ানো আইনত শাস্তিযোগ্য অপরাধ। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে এ ধরনের গুজব ও অসত্য তথ্য প্রকাশ কিংবা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গবেষণা ও বিশ্লেষণলব্ধ তথ্য-উপাত্ত ব্যতিত ও যথাযথ বিশ্লেষণ বা অ্যানালাইসিস ছাড়া পুঁজিবাজারের সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচার বা প্রকাশ থেকে সকলকে বিরত থাকার নির্দেশনা দেওয়া যাচ্ছে। অন্যথায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্চ অ্যানালিস্টই) রুলস, ২০১৩ এর অধীনে শুধু একজন রিসার্চ অ্যানালিস্টই পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে গবেষণা ও অ্যানালাইসিসের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্ববাণী করতে পারেন। রিসার্চ অ্যানালিস্ট ব্যতীত অন্য কেউ যদি এ ধরনের তথ্য প্রচার করেন বা পূর্বাভাস দেন, তার মাধ্যমে আইনের ব্যত্যয় ঘটবে।

গুজব রটনাকারীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা গুজব বা অসত্য তথ্য প্রকাশ বা প্রচারে জড়িত, তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে। যে বা যারা পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছাড়াচ্ছে কিংবা বাজার সম্পর্কে ভিত্তিহীন পূর্বাভাস প্রচারের মাধ্যমে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুতই তাদের বিরুদ্ধে বিএসইসি কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীগণকে এ ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।