শিবচরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি
স্থানীয় সূত্র জানায়, চুরি হওয়া কঙ্কালটি বজ্রপাতে নিহত লাক্ষু আকন নামের এক ব্যক্তির। সাহেবআলী বেপারীকান্দি গ্রামের খলিল আকনের ছেলে লাক্ষু আকন গত এপ্রিল মাসে বজ্রপাতে মারা যান। বাড়ির পাশেই তাকে দাফন করা হয়েছিল।
বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন ওই কবরটি খোঁড়া করা অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজনকে জানালে তারা কবরটির ভেতরে কোন লাশ দেখতে পাননি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালটি নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান আতাহার বেপারী বলেন, খবর খুঁড়ে কঙ্কাল চুরির কথা শুনেছি। ওই কঙ্কাল বজ্রপাতে নিহত এক ব্যক্তির ছিল। কথিত রয়েছে বজ্রপাতে নিহত ব্যক্তির কঙ্কাল নাকি মূল্যবান। হয়তো তা ভেবেই কঙ্কালটি চুরি করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মাসুদ খান বলেন, এ ধরনের ঘটনার খবর এখনো পাইনি। আমরা খোঁজ নিতে পুলিশ পাঠাচ্ছি।
(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ১০, ২০১৩)