দ্য রিপোর্ট ডেস্ক:  দুই টেস্টের সিরিজ বাংলাদেশের সামনে। এর আগে শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচে।

 

 

প্রথম দিনশেষে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ একাদশ।

শুরুতে ব্যাট করতে নেমে অল্পতেই আউট হন দুই ওপেনার। ১৯ বলে ৮ রান করেন মাহমুদুল হাসান জয়। ৩৪ বলে ১৫ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। তিন নম্বরে খেলতে নামেন মুমিনুল হক।

৫৮ বলে ৩১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে জাকের আলির ব্যাট থেকে। ১৪০ বলে ৪৮ রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি।

৮৭ বলে ৪১ রান করে মাহিদুল ইসলাম অঙ্কন ও ৫৩ বলে ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হন লিটন দাসও। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৯ বলে ১১ রান করেন।

বাংলাদেশ তাদের ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ একাদশও। ২ ওভারেই তাদের এক উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৪ বলে কোনো রান করার আগেই ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট তুলে নেন হাসান মাহমুদ।